গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
শাহজাদপুর, সিরাজগাঞ্জ
www.dwa.shahjadpur.sirajganj.gov.bd
এক নজরে
উপজেলা মহিলা বিষয়ক অফিসটি উপজেলা অফিসগুলোর মধ্যে অন্যতম। অফিসটি উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে অবিস্থিত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্যাদি
১। ভিডব্লিউবি কার্যক্রম:
সরকার কর্তৃক নির্ধারিত ২৭২৮ জন বিত্তহীন দুঃস্থ মহিলাদের মাঝে দুই বছর মেয়াদী (চলমান) জন প্রতি ৩০ কেজি পুষ্টি চাল খাদ্য বিতরণ ও ভিজিডি উপকারভোগীদের চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে Life skill ও I.G.A প্রশিক্ষণ প্রদান করে আত্ম-নির্ভরশীল করা হচ্ছে।
২। মা ও শশিু সহায়তা র্কমসূচি:
২০১৮-১৯ র্অথবছরের এপ্রিল/২০১৯ মাস হতে মাতৃত্ব ও ল্যাকটেটিং ভাতা এর উন্নত সংস্করণ মা ও শশিু সহায়তা র্কমসূচি (MCBP) র্কাযক্রম পরচিালতি হয়ে আসছে। এপ্রিল-২০২৪ র্পযন্ত শাহজাদপুর উপজলায় অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমোদিত উপকারভোগীর সংখ্যা ৫,৭৪২ জন। মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির উপকারভোগীদের নিয়ে প্রত্যেক বছরে হেল্থ ক্যাম্প করা হয়।
৩। জয়িতা অন্বেষণে বাংলাদেশ:
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমে উপজেলা পর্যায়ে প্রত্যেক বছর ৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়ীতাদের সম্বর্ধনা প্রদান করা হয়। এপর্যন্ত ৪৩ জন জয়ীতাকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে এবং ২০২৩ সালে বিভাগীয় পর্যায়ে শাহজাদপুর উপজেলা হতে ৪ জন জয়িতা নির্বাচিত হয়েছেন।
৪। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম:
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য দুঃস্থ মহিলাদের মাঝে ৫% হারে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। সুষ্ঠুভাবে ঋণের কিস্তি পরিশোধকারী মহিলাকে ৩ বার ঋণ প্রদান করা যেতে পারে। এ পর্যন্ত ক্রমপুঞ্জিত ২৭৬ জন মহিলাকে ৫২,২৫,০০০/- (বায়ান্ন লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র) ক্ষুদ্রঋণ প্রদান করা হয়েছে এবং তহবিলের পরিমাণ 10,93,952.58 (দশ লক্ষ তেরানব্বই হাজার নয়শত বায়ান্ন টাকা আটান্ন পয়সা) টাকা।
৫। নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণ:
নারী ও শশিু নর্যিাতন প্রতরিোধে এবং বাল্য ববিাহ নরিোধে উঠান বঠৈক ও আলোচনা সভা করা হয়। ২০১৯-২০২০ র্অথ বছরে ৪৮টি উঠান বঠৈক করা হয়ছে। উপকারভোগীর সংখ্যা ১৮৫০ জন। নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার সংক্রান্ত অভিযোগ গ্রহণপূর্বক উপজেলা কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে যা প্রত্যেক মাসে উঠান বৈঠক ও মিটিং করা হয়।
৬। সামাজিক সচেতনতামূলক কার্যক্রম:
বাল্যবিবাহ, যৌন হয়রানী, ধর্ষণ, যৌতুক, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন‘ ২০১০, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার, শিশু শ্রম ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।
৭। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির তদারকী কার্যক্রম:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কার্যক্রমের উপর ভিত্তি করে অনুদান প্রদান এবং কার্যক্রম তদারকীকরণ। গোদাগাড়ী উপজলোয় মোট নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সংখ্যা ১০১ টি। সক্রিয় সমিতির সংখ্যা ১৫টি নিষ্ক্রিয় সমিতির সংখ্যা ৮৬টি । ২০১৯-২০২০ অর্থবছরের ৭টি সমিতির অনুদানের জন্য আবেদন ফরম প্রেরণ করা হয়েছে।
৮। কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প: প্রতি ইউনিয়ন ও পৌরসভায় ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর এবং ইউনিয়ন এবং পৌরসভা প্রতি ১ জন পরিবীক্ষণকারীর সমন্বয়ে কিশোর-কিশোরী ক্লাব সদস্য গঠন করা হয়েছে। শাহজাদপুর উপজেলায় ১৪ টি ক্লাব রয়েছে যাতে সংগীত,আবৃতি ও ক্যারাটে শিক্ষকগণ নিয়মিতভাবে সরকারী ছুটির দিন (শুক্রবার ও শনিবার) উক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
৯। “Acceleration Protection for Children (APC) Project” শাহজাদপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় Acceleration Protection for Children (APC) প্রকল্প গত জুলাই ২০২২ থেকে চালু হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় ১৫ টি ক্লাব (৫ টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি কমিউনিটিতে) পরিচালিত হচ্ছে। ক্লাব গুলোতে শিশু সুরক্ষা কার্যক্রমসহ শিশু শারিরিক ও মানসিক বিকাশের জন্য উপকরণের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। উক্ত ক্লাবগুলোতে 30 জন কমিউনিটি ফ্যাসিলিটেটর ও 30 জন পিয়ার লিডার রয়েছে যারা সার্বক্ষণিক ভাবে ক্লাবের সকল কার্যক্রম তদারকি ও শিক্ষা প্রদানের কাজে সহায়তা করে থাকে। অত্র উপজেলায় একজন চিলড্রেন এ্যান্ড এডোলিসেন্ট ক্ল্বাব অর্গানাইজার রয়েছে,যিনি ক্লাবের যাবতীয় কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং করে থাকেন।
ক্লাবের তালিকা সংযুক্তঃ
১০। UNFPA এর প্রকল্পঃ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তক বাস্তবায়িত UNFPA এর কারিগরি সহায়তায় ”Accelerating Action to End Child Marriage " প্রকল্প অত্র উপজেলায় গত জুলাই ২০২৩ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলায় ৫ টি ইউনিয়নের (গালা, কৈজুরী, জালালপুর ও সোনাতনী) ৫ টি মাধ্যমিক পর্যায়ের বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধ ও যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন এবং প্রতি মাসে সভা করার মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে। তালিকা সংযুক্তঃ
১১। বিভিন্ন দিবস পালনঃ শাহজাদপুর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সরকারী নির্দেশনা অনুযায়ী জাতীয়,আর্ন্তজাতিক স্বীকৃত বদবসগুলো যথাযথভাবে পালন করা হয়ে থাকে।
দিবসের ছবি সংযুক্তঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস